আমাদের কথা খুঁজে নিন

   

অবরোধের মধ্যেই ১৮ দলের ৪৮ ঘণ্টার হরতাল শুর

'একতরফা' নির্বাচনের ভোট বর্জনের ডাক দিয়ে অবরোধের মধ্যেই আজ থেকে আবারও ৪৮ ঘণ্টার টানা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে ১৮ দলীয় জোটের পক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, 'একতরফা' নির্বাচন বাতিলের দাবিতে লাগাতার অবরোধের পাশাপাশি বিরোধীদলীয় নেতাকে তার বাসায় 'অবরুদ্ধ' করে রাখার প্রতিবাদে আজ (শনিবার) ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার 'শান্তিপূর্ণ' হরতাল চলবে। দেশবাসীকে আহ্বান জানাব, আপনারা ৫ জানুয়ারির নির্বাচনী প্রহসনকে 'না' বলুন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে 'হ্যাঁ' বলুন।

অবরোধ কর্মসূচির সর্বশেষ অবস্থা জানাতে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে ওসমান ফারুক এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। সাবেক এই শিক্ষামন্ত্রী বলেন, আমরা সবাইকে বলছি, রবিবার ভোট কেন্দ্র বর্জন করুন। ভোটদানে বিরত থাকুন। জনগণের আন্দোলন কখনো বৃথা যাবে না, তাদের বিজয় সুনিশ্চিত। একই সঙ্গে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনো সময় আছে, জনগণের দাবি মেনে নিয়ে প্রহসনের নির্বাচনী খেলা বন্ধ করুন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন।

একতরফা ভোট ঠেকানোর বিষয়ে প্রশ্ন করা হলে ওসমান ফারুক বলেন, 'আমরা ইতোমধ্যে দলীয় নেতা-কর্মীদের ভোট কেন্দ্রে যেতে ভোটারদের নিরুৎসাহিত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই নিরুৎসাহিতকরণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবে বলে আশা করছি।' তিনি দাবি করেন, গত ১ জানুয়ারি থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। এজন্য বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে জনগণকে অভিনন্দনও জানান এই উপদেষ্টা।

তিনি অভিযোগ করে বলেন, সরকারের দমন-পীড়ন অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার কুমিল্লা জেলার মুরাদনগর বিএনপি নেতা জসিম উদ্দিনকে যৌথবাহিনীর সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা করেছে। তৃতীয় দিনে সারা দেশে ৫৫০ নেতা-কর্মী গ্রেফতার হয়েছে। এর আগে গতকাল দেশের বিভিন্ন জেলায় পৃথক পৃথকভাবে আজ থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.