একতরফা নির্বাচন প্রতিহতের দাবিতে ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন গতকাল বিচ্ছিন্ন সংঘর্ষ ভাঙচুর ও অগি্নসংযোগের মধ্যদিয়ে পালিত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। আটক করা হয়েছে ৯ হরতাল সমর্থককে। প্রতিনিধিদের পাঠানো খবর_
গাইবান্ধা : সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে জংশন স্টেশনে হরতালকারীরা সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ এঙ্প্রেস ট্রেনটি সকালে অবরোধ করে ভাঙচুর চালায়। রেলওয়ে পুলিশ বাধা দিলে হরতালকারীদের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এ ঘটনায় পুলিশ কনস্টেবল বাবুল চন্দ্র ও মোরছালিনসহ ১০ জন আহত হয়েছেন। চাঁদপুর : সকালে শহরে খণ্ড খণ্ড মিছিল করে বিএনপি। পরে মতলব-পেন্নাই সড়কের কালীভাঙতি এলাকায় সড়ক ও গাছ কেটে অবরোধ করে ১৮ দলীয় জোটের সমর্থকরা। এ ছাড়া বাবুরহাট এলাকায় দুটি দোকান পুড়িয়ে দেয় দুষ্কৃতকারীরা। জেলার বিভিন্ন স্থানে পিকেটিংয়ের চেষ্টাকালে জামায়াতের এক ও বিএনপির ৮ কর্মীকে আটক করে পুলিশ।
দিনাজপুর : বোচাগঞ্জ উপজেলা বিএনপি, সেতাবগঞ্জ পৌর বিএনপিসহ ১৮ দলের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও ব্যাপক পিকেটিং করে। বেলা ১১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী কাঞ্চন এঙ্প্রেস ট্রেনটি সেতাবগঞ্জ স্টেশনের আউটার সিগন্যালে লাইনের ওপর আগুন জ্বালিয়ে আটকিয়ে দেয়। একপর্যায়ে ট্রেনটি ঠাকুরগাঁও গন্তব্যস্থলে না গিয়ে দিনাজপুরে ফিরে যেতে বাধ্য করা হয়। টঙ্গী (গাজীপুর) : বেলা ১১টায় মিছিল বের করে স্থানীয় ছাত্রদল। গাজীপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জিয়াউল হাসান স্বপনের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাড়কের স্থানীয় কলেজ গেট থেকে বের হয়ে চেরাগ আলী মার্কেট বাসস্ট্যান্ডে পেঁৗছে টায়ার জ্বালিয়ে পিকেটিং ও পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন ছাত্রদলের তিন কর্মী। বদরগঞ্জ (রংপুর) : সকাল থেকে স্থানীয় সড়ক পথ দখলে রাখে ১৮ দলের নেতা-কর্মীরা। সড়কে দেখা যায়নি কোনো ভারী যানবাহন। নেতা-কর্মীরা সড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। এ ছাড়া হক সাহেবের মোড়ে শিবিরের নেতা-কর্মীরা রাস্তায় বসে সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। দুপুরে বিশাল মিছিল শহরে বিক্ষোভ প্রদর্শনকালে সিওরোডে একটি মোটরসাইকেল ও একটি কাঠের আসবাবপত্রের দোকান ভাঙচুর করে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে ছনপাড়া নামক স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর ও ৫/৬ ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে আড়াইহাজার থানার ওসি জানান, রাস্তা অবরোধের ঘটনা ঘটেনি। মহাসড়কে পুলিশ মোতায়েন রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।