সরকার বিচার বিভাগের ১৮টি পদে গতকাল রদবদলের আদেশ জারি করেছে। এর মধ্যে ১৩ জন অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা এবং ৫ জন যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। উল্লেখযোগ্যদের মধ্যে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিনকে মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আনিসুর রহমানকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলি আকবরকে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাসকে মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. গোলাম সারওয়ারকে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুর রব হাওলাদারকে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবিএম জহিরুল গণি চৌধুরীকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে। এ ছাড়া যুগ্ম জেলা জজদের মধ্যে ময়মনসিংহের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ মো. মাসুদ পারভেজকে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ, খাগড়াছড়ির যুগ্ম জেলা জজ একেএম এনামুল করিমকে নড়াইলের যুগ্ম জেলা ও দায়রা জজ, লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনকে খাগড়াছড়ির যুগ্ম জেলা জজ এবং শরীয়তপুরের যুগ্ম জেলা জজ মো. সোলায়মানকে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে। সুপ্রিমকোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে গতকাল আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।