বাংলা গানের কিংবদন্তি শিল্পী প্রবোধ চন্দ্র দে। ডাক নাম মান্না দে। যিনি ছয় দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন। এ মহান শিল্পী গত ২৪ অক্টোবর দেহত্যাগ করেন।
প্রায় সাত দশকের সংগীতজীবনে মান্না দে বাংলা ছাড়াও বিভিন্ন ভারতীয় ভাষায় প্রায় সাড়ে তিন হাজার গান গেয়েছেন। এর মধ্যে যেমন রয়েছে অসংখ্য সিনেমার গান, তেমনই রয়েছে ধ্রুপদী সংগীত, আধুনিক গান, রবীন্দ্রসংগীত আর নজরুলগীতি।
বাংলা আর হিন্দি ছাড়াও অসমীয়া, মারাঠি, মালয়ালম, কন্নড় প্রভৃতি ভাষাতেও প্রচুর গান গেয়েছেন মান্না দে। আর সব ভাষাভাষী মানুষের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। পেয়েছেন দেশ-বিদেশের অজস্র পুরস্কার। প্রখ্যাত এ শিল্পী স্মরণে আরটিভিতে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান 'সে নাম রয়ে যাবে'। অনুষ্ঠানে মান্না দে'র জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন শিল্পী- রেজওয়ানুল হক। প্রচার হবে আরটিভিতে বিকাল ৫টায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।