নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বালুচতাল গ্রাম থেকে দস্যু হারুন বাহিনীর প্রধান এবং জল ও বনদস্যু বাসার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ দুপুর ১ টার দিকে বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রপ্তোর করে। গ্রপ্তোরকৃত দস্যু সম্রাট হারুন উর রশিদ (৩০) উপজেলার আলাইয়াপুর ইউপির বালুচতাল গ্রামের আবুল খায়েরের ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন গ্রপ্তোরের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুন বাহিনীর প্রধান হারুনকে গ্রেফতার করা হয়। আটককৃতদস্যু হারুনের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।