আমাদের কথা খুঁজে নিন

   

সমঝোতার পথ রুদ্ধ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে ধূম্রজাল সৃষ্টি করছেন। কিন্তু কাল সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় তিনি যে বক্তব্য দিলেন তাতে সমঝোতার রাস্তা বন্ধ করে দিচ্ছেন। আজ সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

ফখরুল বলেন, নির্দলীয় সরকারের বিষয়ে 'সুনির্দিষ্ট সময়সূচি' নির্ধারণ করে 'শর্তহীন' সংলাপে যেতে বিরোধী দল 'এই মুহূর্তে' প্রস্তুত রয়েছে। মহাসচিব পর্যায়ে সংলাপের বিষয়ে ব্যবসায়ীদের প্রস্তাবে বিরোধী দলীয় নেতা একমত হয়েছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগেও বলেছি, সর্বদলীয় সরকারের বিষয়ে আমরা আলোচনা করতে চাই না। নির্দলীয় সরকারের বিষয়ে আমরা সংলাপ করতে চাই। এ বিষয়ে সরকারকেই এগিয়ে আসতে হবে। আসলে সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.