আমাদের কথা খুঁজে নিন

   

জিমি সেভিলের অন্ধকার অধ্যায় উন্মোচন

বিবিসির সাবেক জনপ্রিয় তারকা জিমি সেভিলের যৌন নিপীড়নের আরও অনেক নতুন তথ্য উন্মোচিত হয়েছে। তাঁর হাতে যৌন পীড়নের শিকার সবচেয়ে কম বসয়ী হলো আট বছরের এক বালক। সবচেয়ে বেশি বয়সী ৪৭ বছরের নারী। তবে নির্যাতিত ব্যক্তিদের ৭৩ শতাংশের বয়স ১৮ বছরের নিচে। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ১৩ থেকে ১৬ বছর বয়সীরা।

তাঁর হাতে প্রথম নির্যাতনের ঘটনা ঘটে ১৯৫৫ সালে আর শেষটি ঘটে ২০০৯ সালে। বিবিসির খবরে বলা হয়, যুক্তরাজ্যের সাবেক জনপ্রিয় টিভি তারকা সেভিলের জীবনের রহস্য উদঘাটন ও তাঁকে সহায়তাকারী ব্যক্তিদের পাকড়াও করতে স্কটল্যান্ড ইয়ার্ড ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থা এনএসপিসিসির যৌথ উদ্যোগে অপারেশন ইউট্রি নামে তিন মাস আগে একটি তদন্ত শুরু করে। আজ শুক্রবার প্রকাশিত ওই তদন্ত প্রতিবেদনে সেভিল সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেভিলের বিরুদ্ধে ২৮টি বিভিন্ন স্থানে ২১৪টি যৌন নির্যাতনের ঘটনার রেকর্ড রয়েছে। এ স্থানগুলোর মধ্যে রয়েছে বিবিসির স্থাপনা, রেকর্ড স্টুডিও, ম্যানডেভিল হাসপাতাল ও উচ্চ নিরাপত্তার ব্রডমুর মানসিক হাসপাতাল।

সেভিল প্রায় ১৩টি হাসপাতালে যৌন নির্যাতন করেছেন। এগুলোর মধ্যে রয়েছে লন্ডনের গ্রেট ওরমন্ড স্ট্রিট হাসপাতাল ও ওয়েটফিল্ড হসপিস। বিবিসির কার্যালয়ে সেভিলের যৌন নির্যাতনের ঘটনা ঘটে ১৯৬৫ থেকে ২০০৬ পর্যন্ত। তাঁর হাতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় ১৯৬৬ থেকে ১৯৭৬ এই দশকে। শিশু নির্যাতনের জন্য সেভিল কোনো চক্র পরিচালনা করতেন কি না, সেটি এখনো তদন্ত করা হচ্ছে।

যুক্তরাজ্যের জনপ্রিয় টিভি তারকা জিমি সেভিল ২৯ অক্টোবর ২০১১ মারা যান এবং তাঁর মৃত্যুর প্রায় এক বছর পর গত বছরের অক্টোবরে তাঁর বিতর্কিত জীবন ও যৌন নির্যাতনের অজানা তথ্য বেরিয়ে আসে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.