আমাদের কথা খুঁজে নিন

   

জিমি সেভিলের বর্ণাঢ্য যৌবন! : ১৯৫৫ সালে প্রথম ধর্ষণ, শেষ বলাৎকার ২০০৯-এ

ব্রিটিশ পুলিশ আজ (শুক্রবার) বলেছে, বিবিসির প্রয়াত উপস্থাপক জিমি সেভিল ছিলেন একজন শিকারি যৌন অপরাধী। তার শিকার ধরার ক্ষেত্রে তার কোনো বাছবিচার ছিল না এবং আট বছরের শিশুকন্যার ওপরও তিনি নির্দ্বিধায় বলাত্‌কার চালিয়েছেন। নিজের যৌনলালসা চরিতার্থ করার জন্য তিনি হাসপাতালে ঘুরে বেড়াতেন এমনকি অনাথ আশ্রমও ছিল তার শিকারি ধরার অন্যতম জায়গা। ব্রিটিশ পুলিশ আরো জানিয়েছে, তার যৌনলিপ্সার কথা গোপন রাখার জন্য তিনি সেলিব্রেটির পরিচয়কে ব্যবহার করতেন। এজন্য জীবদ্দশায় তার শাস্তি পাওয়া উচিত ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালসহ ১৩টি হাসপাতাল এবং লিডসের উইটফিল্ডস অনাথ আশ্রমে শিকারের খোঁজে হানা দিয়েছেন লম্পট জিমি সেভিল। ব্রিটেনের ২৮টি থানায় প্রয়াত ওই নরপশুর বিরুদ্ধে ২১৪টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৪টি রয়েছে ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেভিলের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন অপরাধ প্রতিহত করতে হবে। আর গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় 'গভীরভাবে মর্মাহত' হয়েছে।

যদিও সমালোচকরা বলছেন, ওই হাসপাতালের কর্তৃপক্ষের যোগসাজশ ছাড়া সেভিলের পক্ষে সেখান থেকে নারী বা শিশুদের বাগিয়ে নেয়া সম্ভব ছিল না। লিডস জেনারেল ইনফারমারি হাসাপাতালের সাবেক এক পোর্টার গত ৩১ অক্টোবর জানিয়েছিলেন, জিমি সেভিল নিজের বিকৃত লালসা চরিতার্থ করার জন্য লিডসের ওই হাসপাতালকে ব্যবহার করতেন এবং নিয়মিত সেখানে কিশোরী মেয়েদের নিয়ে উপস্থিত হতেন। আজ প্রকাশিত ৩০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সেভিলের সর্বকণিষ্ঠ শিকার ছিল আট বছরের এক বালক এবং সবচেয়ে বয়স্ক শিকার ছিলেন ৪৭ বছরের এক নারী। ১৯৫৫ সালে তিনি প্রথম যৌন অপরাধ করেন এবং তার সর্বশেষ শিকার বলেছেন, ২০০৯ সালে তিনি সেভিলের হাতে আক্রান্ত হয়েছিলেন। ২০১১ সালের অক্টোবরে ৮৪ বছর বয়সে সেভিলের মৃত্যু হয়।

অর্থাত্‌ তিনি ৮২ বছর বয়সে সর্বশেষ বলাত্‌কারটি চালিয়েছিলেন। লম্পট জিমি সেভিল যাদের ওপর তার লালসা চরিতার্থ করেছেন তাদের শতকরা ৭৩ ভাগের বয়স ১৮ বছরের নিচে। এদের বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে। # এটি শিশুদের প্রতি সেভিলের নিস্পাপ ভালোভাসা নয়, প্রবল যৌনলিপ্সার বহিঃপ্রকাশ কোন্‌ বাবা-মায়ের সন্তানের সর্বনাশ করতে হাসপাতাল কক্ষে ঢুকছেন তিনি? সব নারীর উপরই যে তাকে বলপ্রয়োগ করতে হয়েছে- এমনটি নয় যে দেহকে তৃপ্তি দেয়ার জন্য এতকিছু সেই দেহটি আজ কোথায়? যারা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করেন না, তারা বলবেন কি, সেভিলের এত অপকর্মের বিচার আজ কোথায় হবে? কে করবে তার বিচার? আট বছরের শিশুর ওপর যেদিন তিনি তার দণ্ডটি চালিয়েছিলেন, সেদিন ওই শিশু যে আর্তচিৎকার দিয়েছিল তার কি কোনো বিচার হবে না? যদি হয়, তাহলে কোথায় হবে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.