খান সাঈদ সাজনা নয়, পাকিস্তান তালেবানের অন্তর্বর্তী প্রধান করা হয়েছে আসমাতুল্লাহ শাহিন বিত্তানিকে। তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র শাহিদুল্লাহ শাহিদ এ কথা জানিয়েছেন। শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় টিটিপির প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে শাহিদ জানান। তিনি বলেন, টিটিপির সর্বোচ্চ শূরা প্রধান আসমাতুল্লাহ শাহিনকে এটির অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। আসমাতুল্লাহ শাহিন বিত্তানি সাধারণভাবে আসমাতুল্লাহ বিত্তানি হিসেবে পরিচিত। তিনি এখন থেকে তালেবানদের দৈনন্দিন তৎপরতা পরিচালনার দায়িত্ব পালন করবেন। দ্য ডন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।