তেহরিক-ই ইনসাফ পাকিস্তান দলের সভাপতি ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান বলেছেন, তিনি কোনো অবস্থায়ই সরকারের সঙ্গে আলোচনায় তালেবানের প্রতিনিধি হতে পারেন না। তালেবানের উচিত নিজেদের ভেতর থেকে তাদের প্রতিনিধি নির্বাচন করা। পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনার জন্য উগ্রবাদী তেহরিক-ই তালেবান পাকিস্তান বা টিটিপি রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করার পর এ প্রতিক্রিয়া জানালেন ইমরান খান। শনিবার তালেবানের পক্ষ থেকে ঘোষিত ওই কমিটিতে ইমরান খান ছাড়া বাকি চার সদস্য হলেন- জমিয়তে উলেমায়ে ইসলাম (সামিউল হক গ্রুপ) দলের প্রধান মাওলানা সামিউল হক, জমিয়তে উলেমায়ে ইসলামের (ফজল গ্রুপ) নেতা মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ, জামায়াতে ইসলামির প্রাদেশিক প্রধান অধ্যাপক মুহাম্মাদ ইব্রাহিম এবং পাকিস্তানের বিখ্যাত লাল মসজিদের সাবেক ইমাম মাওলানা আবদুল আজিজ। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।