আমাদের কথা খুঁজে নিন

   

তালেবানের হামলার ভয়ে গণমাধ্যমে প্রচারণা

মিছিল ও সমাবেশে তালেবানের বোমা হামলার আতঙ্কে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো এবার নির্বাচনী প্রচারণায় ভিন্ন কৌশল গ্রহণ করেছে। ১১ মে অনুষ্ঠেয় ঐতিহাসিক সাধারণ নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে তারা সংবাদপত্র, টেলিভিশন ও ইন্টারনেটে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে। আর এ কাজে তারা ব্যয় করছে কোটি কোটি ডলার।
কয়েকটি টেলিভিশন চ্যানেলের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নির্বাহী বলেন, বিজ্ঞাপনী প্রচারণায় দারুণ প্রতিযোগিতায় নেমেছে দলগুলো। কিন্তু এটা হলো একধরনের অর্থের বাজার।

যিনি যত বেশি অর্থ ঢালছেন, বিজ্ঞাপন প্রচারে তিনি তত বেশি সময় পাচ্ছেন। গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পালা বদলে পাকিস্তানে এবারের নির্বাচনকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিজ্ঞাপনী প্রচারণায় রয়েছে নানা বৈচিত্র্য ও নানা রং। কোনোটায় জুড়ে দেওয়া হচ্ছে বাজনার ছন্দ, কোনোটায় জাতীয়তাবাদী চেতনা-সংবলিত শব্দ, কোনোটায় বা নির্বাচনী সংগীত। ভোটারদের মন কাড়তে এসব প্রচারণায় থাকছে অতিরঞ্জিত আশ্বাসের ছড়াছড়ি, জাতিকে দুর্দশা থেকে টেনে তোলার প্রতিশ্রুতি, দুর্নীতি নির্মূল করার ও ভোটারদের সমৃদ্ধি এনে দেওয়ার অঙ্গীকার।

বৈচিত্র্যময় বিজ্ঞাপনগুলো সাদরে লুফে নিচ্ছে প্রচারমাধ্যম-গুলোও। দিন-রাত অবিরাম তারা এগুলো প্রচার করছে।
পাকিস্তান অ্যাডভারটাইজার সোসাইটির তথ্য অনুযায়ী, জনগণের ইন্টারনেট সেবা পাওয়ার সুযোগ সীমিত থাকলেও ১৮ কোটি মানুষের ৬০ শতাংশের বেশি লোকেরই টেলিভিশন দেখার সুযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক টেলিভিশন কর্মকর্তা বলেন, মধ্যম মানের একেকটি টেলিভিশন চ্যানেল গড়ে প্রতি মিনিট বিজ্ঞাপন প্রচারে আদায় করছে ২৫০ থেকে ৫০০ ডলার। বিপরীতে জনপ্রিয়তায় শীর্ষে থাকা চ্যানেলগুলো নিচ্ছে গড়ে দুই হাজার ২০০ ডলার।

বিজ্ঞাপনসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তিনটি প্রধান রাজনৈতিক দল এভাবে টেলিভিশন বিজ্ঞাপনে এক দিনেই ব্যয় করছে তিন লাখ ডলার পর্যন্ত।
এদিকে বিরোধী দলগুলোর মধ্যে কেবল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) নেতা নওয়াজ শরিফ ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান বিজ্ঞাপনী কৌশল ছাড়াও প্রচলিত পন্থায় প্রকাশ্য মিছিল ও সমাবেশ করে প্রচারণা চালাচ্ছেন। এএফপি। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.