আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত ২০ আফগান সেনাকে হত্যা করেছে তালেবান। পাশাপাশি আরও সাত সেনাকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল ভোরে কুনারের গাজিয়াবাদ জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল গনি মুসামেম। গাজিয়াবাদের পাকিস্তান সীমান্তের প্রত্যন্ত পার্বত্য এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তালেবানের কবল থেকে অপহৃত আফগান সেনাদের উদ্ধারে আফগান নিরাপত্তা বাহিনীগুলো অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন মুসামেম।
উলি্লখিত এলাকায় আফগান সীমান্ত চৌকিতে তালেবান হামলার কথা নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানাতে অস্বীকার করেছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল তার দুই দিনব্যাপী শ্রীলঙ্কা সফর বাতিল করেছেন। কলম্বোতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।
দেশটির পূর্বাঞ্চলে তালেবান বিদ্রোহীদের হাতে ২০ সেনা নিহত হওয়ার প্রেক্ষাপটে প্রেসিডেন্টের এ রাষ্ট্রীয় সফর বাতিল করা হলো। কারজাইর শ্রীলঙ্কা সফরকালে প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপক্ষের সঙ্গে বৈঠক করার কথা ছিল। বিবিসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।