পাকিস্তানে চলমান সংঘর্ষ বন্ধ করতে তেহরিক-ই-তালেবানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
দেশটির দক্ষিণের শহর করাচিতে বুধবার দুর্বৃত্তদের হামলায় কমপক্ষে তিন পুলিশ সদস্য নিহত হওয়ার পরই নতুন করে আলোচনার এ ঘোষণা দিলেন নওয়াজ শরীফ।
বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে এক বক্তৃতায় নাওয়াজ শরীফ তেহরিক-ই-তালেবান ও সরকারের মধ্যে আলোচনা শুরু করতে ৪ সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ঐক্যমত্যের ভিত্তিতে এই আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি, অন্যান্য দলগুলোকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।