আমাদের কথা খুঁজে নিন

   

অনুগল্প - পতিতার সাথে প্রেম...

দেবতার দেবতা আমি মানুষ..

'আমার জানা নেই শেফালীকে কিভাবে বর্ননা করব। সে অদ্ভুত। সে অন্যরকম। আমি তার কোনো তুলনা খুঁজে পাইনা। ' কথাগুলো বলতে বলতে সাইদের চোখে পানি চলে এলো।

আমি তার কাঁধে হাত রেখে বল্লাম,এক রাতের ই তো ব্যাপার তাইনা?কি এমন আসে যায়! সাইদ একটু কেঁপে উঠলো তারপর চোখের কোনে জমে থাকা জল হাতের চেটোতে মুছে বলল'তুই কিছুই জানিস না সবুজ তুই বুঝবিনা' আমি আসলেই বুঝতে পারছিলাম না। বড় খালুর ফোন পেয়ে হঠাৎ এখানে আসা। আমার খালাত ভাই সাইদ কি এক শেফালীর জন্য নাকি নাওয়া খাওয়া ছাড়া। কারো সাথে কথা বলেনা। এখানে এসে দেখলাম যা শুনেছি তার চেয়েও ভয়ানক অবস্থা।

আমি প্রথমেই চমকালাম সাইদের চেহারা দেখে। একটা মোটাসোটা মানুষ কিভাবে এমন কংকালের মত হয়ে যেতে পারে। বুঝলাম অবস্থা বেশ সুবিধার না। অনেক চেষ্টার পর তার মুখ থেকে যে কয়টা শব্দ বের হয়ে এলো তার মধ্যে ''একটি মাত্র রাত'' ''শেফালী'' এবং ''মায়া'' এই কটা শব্দ উদ্ধার করা গেলো। এ থেকে আমি ধারনা করলাম শেফালী নামে একটি মেয়ে তাকে এক রাতে মায়ায় জড়িয়ে ফেলেছে।

কি এমন মায়া সেটা জানার আগে আমি জানতে চেষ্টা করলাম আশেপাশে শেফালী নামে কেউ থাকে কি না। কিন্ত এ নামে কাউকে পাওয়া গেলনা। এও এক অবাক বিষয়। এত বড় এলাকায় শেফালী নামে কেউ নেই। আমি মোটামোটি হাল ছেড়ে বসে থাকলাম।

কোনো কিছু বুঝতে পারছিলাম না। এদিকে খালা কেঁদে কেটে অস্থির। খালু গম্ভির মুখে বসে থাকেন। বাসার বুয়া এসে কান ঝালা পালা করে দিল। তার ধারনা শেফালী মানুষ না,শেফালী পরী।

সে বলল,সবুজ বাই, লাল পার শাড়ির আচলের দোহাই লক্ষন খারাফ। বাইজানেরে মনে লয় ফরি আছর করছে। গভীর রাইতে ছাদে আটা আটি করলে কি ছাইরা দিব?সুন্দর বেটা ছেলে দেখলে এদের জিবরায় ফানি আসে। আমি দেখলাম বলতে বলতে তার মুখেই পানি চলে এল। ধমক দিয়ে সরিয়ে দিলাম।

লাল পাড় শাড়ির দোহাইটা মাথার উপর দিয়ে গেলো। আমি আরো বেশী হাল ছেড়ে দিলাম। কিন্ত রাতের বেলায় সাইদ মুখ খুললো তখন গভীর রাত। চোখ মাত্র লেগে এসেছে। তখনি বিছানা থেকে ধরফর করে জেগে বসে বলল,সে শেফালী নামের এক মেয়ের প্রেমে পড়েছে।

মেয়ে থাকে পুব পারা টানাবাজারে। পেশায় পতিতা। এ কথা শুনে বুকটা ধ্বক করে উঠলো। এটা কিভাবে সম্ভব। খালা খালু জানলে তাদের প্রতিক্রিয়া কি হবে তা মনে করে শিউরে উঠলাম।

বল্লাম এ সম্ভব নয়। একজন পতিতা কখনো প্রেমিকা হতে পারেনা। পরক্ষনেই নিজেকে প্রশ্ন করলাম,কিন্ত কেনো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।