মোজাম্বিকের একটি বিমান নামিবিয়ায় বিধ্বস্ত হয়ে ৩৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। নামিবিয়া পুলিশের উপ-কমিশনার উইলি বাম্পটন গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উদ্ধারকর্মীরা অ্যাঙ্গোলা ও বতসোয়ানা সীমান্তের কাছে বাবওয়াতা ন্যাশনাল পার্কে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরোহীদের কেউ বেঁচে নেই। শুক্রবার মোজাম্বিকের রাজধানী মাপুতো বিমানবন্দর থেকে ২৮ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে বিমানটি অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার উদ্দেশে যাত্রা করে। এর কিছু সময় পর উত্তর নামিবিয়ার ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির শেষবার যোগাযোগ হয়। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।