[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
কখনও দৌড়ে যাই সময়ের আগে , কখনও তাই একাই অনির্বাণ
কখনও থমকে থাকি পশ্চাতে একা, কখনও তাই একাই সুদূরে ম্লান।
কখনও নিজেই রূপকার, রূপ দেই , ঘটনায় দেই সংগঠন আস্তর
কখনও নিজেই সজীব পুতুল, অদৃশ্য সূতোর টানে ছুটি প্রান্ত থেকে প্রান্তর।
---------
অনেক দিন পরে লিখতে বসলাম...মাত্র চারলাইন ...আর এগোয় না..অথবা এগোতে দেইনা...
অর্ধ অর্ধ কর্ম...বিষম ত্রিভূজটি চোখে ভাসে আজকাল বড়
কারণ বিষম বাহুগলোর কোন রীতি নেই, তারা সব বাউন্ডুলে
তাদের নির্ণয়ের সূত্র নেই , কারন তার সব ছন্নছাড়া...
আমার মাঝে বিষমের ছায়া , আমাকে যে সময় করেছে তাড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।