আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে বিএনপি কর্মী খুন

নাটোরের সিংড়া উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন সেলিম হোসেন (৪২)। তিনি বিএনপির সহযোগী সংগঠন মৎস্যজীবী দলের সুকাশ ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। বামিহাল গ্রামের আহম্মদ আলীর ছেলে সেলিম উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবদুল কুদ্দুসের ঘনিষ্ঠজন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আওয়ামী লীগ নেতা আবদুল জলিল সমর্থকদের হামলায় সেলিম নিহত হন বলে বিএনপির অভিযোগ।

নাটোরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টার দিকে সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে নিহত হন সেলিম।

সেলিমের সঙ্গী আহত বিএনপি কর্মী নাজিম উদ্দিনকে (৩৮) সিংড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে ।

স্থানীয়রা জানান, সকালে বামিহাল বাজারের একটি দোকানে বসে গল্প করছিলেন সেলিম। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় জলিলের সমর্থকরা। তারা সেলিমকে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন। এ সময় বাধা দিতে গিয়ে আহত হন নাজিম। গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কুদ্দুসের সঙ্গে জলিলের বিরোধ দেখা দেয়। এর পর থেকে দুজনের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘাতও হয়েছে।

পুলিশ কর্মকর্তা তরিকুল বলেন, ওই বিরোধের জের ধরে কুদ্দুস সমর্থক সেলিমের ওপর এ হামলা হয়েছে। গত ১ আগস্ট জলিলকে কুপিয়ে আহত করে কুদ্দুসের লোকজন। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সম্প্রতি ঢাকা থেকে বাড়ি ফেরেন জলিল।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.