বর্তমানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিকল্প অনেক শিক্ষা চালু হয়েছে। যার মাধ্যমে যে কেউ গড়তে পারেন উজ্জ্বল ভবিষ্যৎ। এগিয়ে যাওয়া যায় ক্যারিয়ার দৌড়ে। বর্তমানে বিশ্বব্যাপী চাকরির বাজারে ফিন্যান্স/অ্যাকাউন্টিং প্রফেশনালদের বিপুল চাহিদা রয়েছে। ফিন্যান্স/অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বিশ্বব্যাপী যুক্তরাজ্যের অ্যাওয়ার্ডিং বডি এসিসিএ এবং সিআইএমএ আন্তর্জাতিকভাবে সর্বাধিক স্বীকৃত প্রফেশনাল বডি। যে কেউ চাইলেই ফাউন্ডেশন ইন অ্যাকাউন্টেন্সিতে (এফআইএ) ভর্তি হতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের সরাসরি সিএটিতে ভর্তির পরিবর্তে এফআইএ বা এসিসিএ-তে ভর্তি হতে হবে। এসিসিএ বর্তমানে এ রকমই একটি চাহিদাসম্পন্ন কোর্স। এসিসিএ এর ভর্তির ২ এ লেভেল অথবা ৩ জিসিএসই পাস হলে সরাসরি এসিসিএ-তে ভর্তি হতে পারবে। অ্যাকাউন্টিং/ ফিন্যান্স প্রফেশনাল ডিগ্রিধারীরা রেজিস্ট্রেশন সাপেক্ষে এসিসিএ'র বিভিন্ন কোর্স ওয়েভার পেতে পারেন। তাই ক্রমশই চাহিদা বাড়ছে এসিসিএ ডিগ্রির। শুধু দেশে নয় বিদেশেও বাড়ছে এসব ডিগ্রির চাহিদা। ইতোমধ্যে বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এসব কোর্স চালু করেছে। এদের মধ্যে সাইফুর'স ইউনিভার্সিটি কলেজ অন্যতম। এরাই দিচ্ছে পাস গ্যারান্টি স্কিম। এদের পাশের হার প্রায় শতভাগ। সময়োপযোগী এসব গ্লোবাল কোর্স সম্পন্ন করে দ্রুত ক্যারিয়ার গড়া যায়। গড়া যায় উজ্জ্বল ও মজবুত ভবিষ্যৎ। এ বিষয়ে জানতে # সাইফুর'স, ঢাকা। ফোন : ০১১৯৯৯৮২২০২* ক্যারিয়ার ডেস্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।