আমাদের কথা খুঁজে নিন

   

বরিশাল রাজশাহীতে পেঁৗছেছে ব্যালট বাঙ্

দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বরিশাল নির্বাচন কার্যালয়ে দুই হাজার ব্যালট বাঙ্ পেঁৗছেছে। ঢাকার নির্বাচন কমিশন থেকে পাঠানো ওই ব্যালট বাঙ্ শুক্রবার বরিশালে এসে পেঁৗছেছে। বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, বরিশাল জেলায় প্রয়োজনীয় চার হাজার ব্যালট বাঙ্ তাদের গুদামে মজুদ রয়েছে। নির্বাচন কমিশন থেকে আরও দুই হাজার ব্যালট বাঙ্ পাঠিয়েছে।

এদিকে নির্বাচন কমিশন থেকে বিপুল পরিমাণ নির্বাচন উপকরণ (ব্যালট বাঙ্) শুক্রবার রাজশাহী বিভাগীয় অফিসে এসে পৌঁছেছে। কয়েকদিনের মধ্যে এগুলো বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছানো হবে। ১০ম জাতীয় নির্বাচনকে কেন্দ করে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে তাই এখন পুরোদমে ব্যস্ত বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন অফিস।

রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জেলায় জেলায় ভোটকেন্দে র তালিকাও প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে জেলার চাহিদা অনুযায়ী শুক্রবার নির্বাচন অফিস থেকে প্রথম পর্যায়ে ব্যালটবাঙ্ এসে পৌঁছেছে।

এদিকে আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানায়, জাতীয় নির্বাচনের আর বেশী সময় নেই। তাই নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান নির্বাচন কমিশনের নির্দেশ মতো সব জেলা ও উপজেলা নির্বাচন অফিসও প্রস্তুতি নিতে শুরম্ন করেছে। এছাড়াও অধিক ঝুকিপূর্ণ ভোটকেন্দে র তালিকা তৈরির কাজও শুরম্ন হয়েছে। প্রধান নির্বাচন অফিস থেকে ইতোমধ্যে বিভাগীয় কার্যালয়ে নির্বাচন উপকরণ আসতে শুরম্ন করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.