আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতের দুই শতাধিক প্রার্থী

উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন দেশের আলোচিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের দুই শতাধিক নেতা। নির্বাচনে শতাধিক উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সম্মিলিত ওলামা-মাশায়েক পরিষদের ব্যানারে একক প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তারা। ইসলামী সমমনা ১০ দলের সহযোগিতা নিয়ে নির্বাচন করবেন হেফাজত সমর্থিতরা। হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী বলেন, 'উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সমর্থন দেবে তার সংগঠন। শতাধিক উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুই শতাধিক প্রার্থী হেফাজতে ইসলাম সমর্থিত একক প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। ইসলামী ঐক্যজোটের চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও হেফাজত ইসলামের হাটহাজারী পৌর সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দিন মুনীর বলেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফীর সমর্থন নিয়ে হাটহাজারী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। হেফাজতের কয়েকজন শীর্ষনেতার সঙ্গে কথা বলে জানা যায়, হেফাজতে ইসলাম বাংলাদেশের জনপ্রিয়তা কাজে লাগিয়ে উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় সংগঠনের একটি অংশ। হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন হলেও সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতাদের সমর্থন নিয়ে সম্মিলিত ওলামা-মাশায়েক পরিষদের ব্যানারে প্রার্থী হবেন তারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.