আমাদের কথা খুঁজে নিন

   

মনোনয়ন ফরম বিক্রি নীল নকশারই অংশ: বিএনপি

রোববার হরতালের মধ্যে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা আজ পরিষ্কার, তারা নীল নকশার নির্বাচন করতে চায়। এজন্য চলমান সংকটের সমাধান না করেই সরকার একতরফা নির্বাচনে দিকে এগুচ্ছে। ”
রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শুরুতেই গোপালগঞ্জ-৩ আসনের জন্য শেখ হাসিনার নামে আবেদন ফরম কেনেন সৈয়দ আশরাফ ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ।
রিজভী বলেন, “বিরোধীদলের দাবি একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, যাতে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়।

এটা সমাধানের জন্য বিরোধীদলীয় নেতা সংলাপের আহবানও জানিয়েছেন। কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। ”
দেশের মানুষ ‘বিরোধীদলকে বাদ দিয়ে একদলীয় এই প্রহসনের নির্বাচন’ মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, “আমরা শেখ হাসিনা বা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না- এটা আমাদের নেত্রী অনেকবার বলেছেন। নির্দলীয় সরকারের দাবি থেকে আমরা সরে আসব না।


সরকার ‘একদলীয় নির্বাচনের পথে চলা’ বন্ধ না করলে ‘গণঅভ্যুত্থানে’ নির্দলীয় সরকারের ফয়সালা করা হবে বলে আবারো হুঁশিয়ার করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.