আমাদের কথা খুঁজে নিন

   

দুলুর মুক্তি দাবিতে ১৮ দলের বিক্ষোভ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন বিএনপি কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক উপমন্ত্রী অসুস্থ অ্যাডভোকেট এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে হরতাল চলাকালে মঙ্গলবার সকালে নাটোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ইউনুস আলী, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রুহুল আমিন তালুকদার টগর, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেলাওয়ার হোসেন, জেলা বিএনপির গ্রামবিষয়ক সম্পাদক এনায়েত চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা হাসান আলী, জামায়াত নেতা আতিকুল হক রাসেল। বক্তারা হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন দুলুসহ আটক ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.