তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব করে সরকার গঠিত মজুরি বোর্ড।
গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রস্তাব চূড়ান্ত হওয়ার পর তা প্রত্যাখ্যান করে কারখানা বন্ধের হুমকিও দেয় শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
এরপর নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে গত কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষের মধ্যে বুধবার গণভবনে মালিক পক্ষের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের পর মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি আরশাদ জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিক অবস্থা বিবেচনায় আমরা মজুরি বোর্ডের প্রস্তাব মেনে নিয়েছি। গেজেট হওয়ার সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করা হবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।