আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে

উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

গতকাল পঞ্চম ও শেষ দফা উপজেলা নির্বাচন শেষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচনে সহিংসতার মাধ্যমে বিএনপি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে। এটি একটি রাজনৈতিক দল ও তার নেতা-কর্মীদের কাছ থেকে অপ্রত্যাশিত। তিনি বলেন, এর আগেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তারা মিথ্যাচার করেছিল। নির্বাচনের আগে তারা ফন্দি করে, আর জিতলেই মুখে কুলুপ অাঁটে। তাদের এ মিথ্যাচার দুরভিসন্ধিমূলক। নানক বলেন, লক্ষ্মীপুর নির্বাচনে যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে। ভোটের বাঙ্ পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার সফল হয়েছে দাবি করে তিনি বলেন, নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেওয়ার পরও বিএনপি-জামায়াতের সহিংসতায় বিভিন্ন জায়গায় অরাজকতা হয়েছে। বিএনপি গণতান্ত্রিক নীতি পরিহার করে সহিংসতার পথ বেছে নিয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহের অবকাশ নেই। নির্বাচন কমিশন যে কয়টি কেন্দ্রে ভোট স্থগিত করেছে আমরা তার বিরোধিতা করিনি, স্বাগত জানিয়েছি।

আগামীতে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করবে। তিনি বলেন, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিক পদে থাকলেও তিনি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন নন। রবিবার বাস্তব পরিস্থিতির আলোকেই তিনি উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। এটা শুধু তার কথা নয়, সারা দেশের মানুষের কথা। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.