আমাদের কথা খুঁজে নিন

   

একটি উত্তরাধুনিক সিনেমার চিত্রনাট্য

সিকোয়েন্স নাম্বার ৪২০।

[ নায়িকাকে ঘিরে ধরেছে একদল গুণ্ডা। নায়িকা সাহায্যের আশায় চিৎকার করছে। এমনভাবে চিৎকার করবে যেন নায়ক এগিয়ে আসে। ]

নায়িকা : হেল্প মি! সামওয়ান আমাকে বাঁচাও!

[ গুণ্ডাদের বস হু হা হা করে উচ্চৈঃস্বরে অট্টহাসিতে ফেটে পড়বে। চাবিয়ে চাবিয়ে বলবে ]

গুণ্ডাদের বস : আজ আপনাকে কে বাঁচাবে ম্যাডাম!

[ নায়ক সিএনজি ড্রাইভার। নায়ক হুঙ্কার দেবে ]

নায়ক : কেন, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না, আমি বাঁচাব। ডু ইউ হ্যাভ প্রবলেম?

গুণ্ডাদের বস : সরি। ইংরেজি কম বুঝি।

নায়ক : এখন কি আমাকে ইংরেজি শেখার ক্লাস নিতে হবে?

নায়িকা : আশ্চর্য, তোমরা মারামারি করছ না কেন?

গুণ্ডাদের বস : সেটাই তো! ভুলেই গিয়েছিলাম!

নায়ক : মারামারি কোনো সমাধান নয়, আসো আমরা সংলাপে বসি।

গুণ্ডাদের বস : তোর সঙ্গে কোনো সংলাপে যাব আমি, মাথা খারাপ নাকি?

নায়ক : কি তুই সংলাপে বসবি না! আজকে তোকে খাইছি, ইয়া-আ-আ...

... অতঃপর, ঢিসুম-ঢাসুম শব্দে তাদের মারামারি বেধে যাবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.