একযুগ পর রংপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন আহ্বান করা হয়েছে। একই সঙ্গে সম্মেলন হবে মহানগর জাপারও। ৪ সেপ্টেম্বর রংপুর টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এতে প্রধান অতিথি থাকবেন বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। এদিকে সম্মেলনের নামে মুখ দেখে নয়, নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের দাবি জানিয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা।
জেলা জাতীয় পার্টির প্রবীণ নেতা সৈয়দ নুর আহমেদ টুলু বলেন, তৃর্ণমূল নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে সুযোগসন্ধানীদের দলের নেতৃত্বে বসানোর কারণে ত্যাগী ও পোড়খাওয়া নেতা-কর্মীদের মূল্যায়ন নেই। দলীয় চেয়ারম্যানের ভুল সিদ্ধান্ত এবং দলীয় কোন্দলের কারণে জাতীয় পার্টির দুর্গে অশনি সংকেত দেখা যাচ্ছে। গত সংসদ নির্বাচনে ছয়টি আসনের মধ্যে তিনটি আওয়ামী লীগের ঘরে চলে যায়। সিটি করপোরেশন প্রথম নির্বাচনে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। এবার তৃণমূল নেতা-কর্মীদের মতামত উপেক্ষিত হলে দলের জন্য অমঙ্গল বয়ে আনবে।
জেলা জাপার সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার এমপি বলেন, দলকে শক্তিশালী ও সংগঠিত করার পরিবর্তে কে কাকে দাবিয়ে রেখে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায় জেলা কমিটির শীর্ষ নেতারা সেই রাজনীতি নিয়েই ব্যস্ত। যে কারণে আমি জেলা কমিটি থেকে পদত্যাগ করেছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।