তলপেটে ব্যথা অনেকদিন ধরেই। এই ব্যথা নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে খেলেন তামিম ইকবাল। গত পরশু দ্বিতীয় ওয়ানডে খেলার পর রাতে তলপেটে ব্যথা অনুভব করেন তিনি। গতকাল সেই ব্যথার জন্য এমআরআই করা হয়। রিপোর্ট এখনো হাতে আসেনি টিম ম্যানেজম্যান্টের। আজ সকালে রিপোর্ট পাওয়া যাবে। তারপর বোঝা যাবে তার শারীরিক কন্ডিশন কতটা মারাত্দক। যদি রিপোর্ট খারাপ হয়, তাহলে ৩ নভেম্বরের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাকে নাও দেখা যেতে পারে। অবশ্য দলের ম্যানেজার বিসিবি পরিচালক আকরাম খান তেমন কিছু বলেননি, ' গতরাতে (গত পরশু) একটু সমস্যা বোধ করেছিল। তাই আজ (গতকাল) তার এমআরআই করা হয়। রিপোর্ট এখনো হাতে পাইনি। হাতে পাওয়ার পর তার অবস্থা জানা যাবে।' তামিম প্রথম ম্যাচে ৫ এবং দ্বিতীয় ম্যাচে করেন ৫৮ রান। যা তার ১২৪ ওয়ানডে ক্যারিয়ারে ২৫তম হাফসেঞ্চুরি। এই ইনিংসটি খেলে তিনি এখন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। তার রান বর্তমানে ৩৭০২।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।