আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রকথা!!!

আমার আমি ঝাপসা আলোয়, স্বস্তি পাই অন্ধকারের আড়ালে!!!

চাঁদ এক অতৃপ্ত বিবাগী পুরুষ মাঝে মাঝে আকাশের হাত ধরে বেরিয়ে আসে নাকি স্বাদ বদলায়? মুক্তি খোঁজে একঘেয়েমী থেকে?? চাঁদের প্রেয়সী কিন্তু অন্ধকার, অন্ধকারকে সে ব ভালোবাসে অন্ধকারে হারায়, লুকোচুরি খেলে তারপরও তার তৃপ্তি মেলেনা প্রেয়সীরাও কি তাহলে একঘেয়ে হয় অন্ধকারের মত?? গ্রাস করে নিতে চায় প্রিয় প্রেমিককে?? তানাহলে চাঁদ কেন মাঝে মাঝে আকাশের হাত ধরে?? ত্তৃপ্তি খোঁজে মেঘের বুকে?? চাঁদ কেন রাতখেকোদের জাগায়?? গলায় ফুটন্ত তরলের নদী আর জলন্ত আগুনের চুমোয় ভেসে যায় রাতখেকোদের রাত!! কেউ কেউ তো হয়ে উঠে ওয়্যারউলফ!!! তৃষ্ণা মেটায় মদ, মাংসে অথবা কামে! আবার রাতজাগা হিমুদের রাত কাটে কষ্ট, ক্ষুধা আর ঘামে!! কেউ হয় কবি, কেউ হয় প্রেমিক, কেউবা ভাবুক!! কেউ কিছুই হয়না বা হতে চায়না তবুও রাত জাগে। তারপর একসময় চাঁদ ফিরে অন্ধকারের বুকে। আর রাতখেকোরা??? হুম, ওরাও হারায় জীবনের প্রয়োজনে!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।