আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রকথা

1

একখান ই তো চাঁদ জমিন বেঁচে, সাগর সেঁচে দিলাম তাতে হাত। চাঁদ- তারাকে সাক্ষী রেখে পটানো, প্রেম- নিকাহ, হোলিউডেই চাঁদ ডুবাইলো মোড়ল আম্রিকাহ! ইট্টুখানি দেশ আর নেতারা বাংলাদেশী, কাইট্টা কাইট্টা, চাইট্টা চাইট্টা ধরছে এবার বীচি। আরো আছে ওপার মমতা তিস্তায় দিলে বাঁধ, তারের উপর ফালানী থুইয়া দেখি ঈদের চাঁদ! এক ফালিই তো চাঁদ তারে কেটে - তারা সেঁটে রাজা (কার) হওনের সাধ। রাজা তো শেষে হইলাম বড় বান্দা আমি নাছোড়, খিয়াল করিনাই, বেইচা দিছি পশ্চাৎদেশের কাপড়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।