আকাশের আলো নিভু নিভু
ল্যাম্পপোষ্টের বাতি গুলো জ্বলে উঠছে
একের পর এক
আলো আধাঁর
অর্পূব দৃশ্যকল্প
আমি রাস্তা ধরে হাটঁছি । ।
সন্ধ্যা পেরিয়ে গেল
একটুও বুঝতে পারিনি
আধাঁরের মাঝে
মৃধু ল্যাম্পপোষ্টের আলো
বাতায়ন জুড়ে
মাতাল বায়ু বয় । ।
আমার ছায়াসঙ্গী
একটু থেমে থেমে পা ফেলছি
নির্জন রাস্তা
নীলাম্বরে জোছনাবিহার
জোছনার আলোয় আমার পথচলা
আমি চন্দ্রাহত
বলতে গিয়ে থেমে গেলাম
চন্দ্রকথা ।
।
চন্দ্রালোক
ল্যাম্পপোষ্টের আলোয় বেমানান বৈকি
মেকি আলো নিভিয়ে
আধারের মাঝে চন্দ্রোদয়
নিরব চান্নির আবেশ । ।
চন্দ্রাবতী
তুমি চাদেঁর আলোয় স্বর্গের অপ্সরা
আমার কল্পনার রাজকন্যা
পূর্ণিমা রাতে
আরেকবার নতুন করে
তোমার ভাবনায় কাতর । ।
চন্দ্রালোকিত
আমার মন
জোছনা আমার সত্য
অমব্যসার চাদর কেটে
শ্বেত স্বপ্নীল আভায় আলোকিত
আর এরই মাঝে
আমাদের চন্দ্রকথা । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।