আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিকের সমাপনী পরীক্ষা কাল শুরু

আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে ২০১৩ শিক্ষাবর্ষের প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এ বছর মোট ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন ও ইবতেদায়িতে ৩ লাখ ১৪ হাজার ৭৮৭ জন। সব পরীক্ষা প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিটে শেষ হবে। তবে গত চার বছর পরীক্ষার সময় ছিল দুই ঘণ্টা। কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ বছর থেকে পরীক্ষার সময় ৩০ মিনিট বৃদ্ধি করে আড়াই ঘণ্টা করা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীর জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বেশি বরাদ্দ রাখা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবার সর্বমোট ৬ হাজার ৫৭৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশে ৬ হাজার ৫৬৬টি ও বিদেশে ৮টি কেন্দ্র রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.