এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ধাপে ধাপে এতে যোগ হচ্ছে আধুনিক সব প্রযুক্তি।
সনির গেইমিং কনসোল প্লে স্টেশনের সাত বছর পূর্ণ হল। নতুন মডেলে যুক্ত হয়েছে সোশাল ফিচার, স্ট্রিমিং ভিডিও অ্যাপস ও কন্ট্রোলার হিসেবে টাচ প্যাড। এতে এখন ২০টি গেইম খেলার সুবিধা রয়েছে।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট গেইমিং কনসোল এক্সবক্স ওয়ান বাজারে আসার আগেই ডিভাইসটি আনল সনি।
খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতারা বিভিন্ন নতুন পণ্যের পসরা সাজাচ্ছে। সনির একজন বাজার বিশ্লেষক জানিয়েছেন, বড়দিনকে কেন্দ্র করেই মার্চ নাগাদ ৫০ লাখ পিএসফোর বিক্রির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।