সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের আগে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্যকে অবরুদ্ধ করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। গতকাল দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনের একটি কক্ষে দুই উপ-উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন তারা। এ ছাড়া উপাচার্যের পদত্যাগ দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছেন শিক্ষকরা। এদিকে উপ-উপাচার্য অধ্যাপক এম এ মতিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব বুঝিয়ে দিয়ে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন তিন দিনের ছুটিতে গেছেন বলে জানা গেছে।
জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে আচার্যের নির্দেশ অনুযায়ী অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচনের বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে যান আন্দোলনকারী শিক্ষকরা। এ সময় উপাচার্য কার্যালয়ে না থাকায় তারা দুই উপ-উপাচার্য অধ্যাপক এম এ মতিন (ভারপ্রাপ্ত উপাচার্য) ও অধ্যাপক আফসার আহমদ এবং রেজিস্ট্রার আবু বকর সিদ্দিককে নিয়ে আলোচনায় বসেন। এ সময় শিক্ষকরা ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রত্যাহার এবং আচার্যের নির্দেশ অনুযায়ী অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি জানান। ভারপ্রাপ্ত উপাচার্য এম এ মতিন এ ব্যাপারে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে অপারগতা প্রকাশ করলে উপ-উপাচার্য অধ্যাপক আফসার আহমেদসহ তাকে অবরুদ্ধ করা হয়। তবে ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয়নি বলে দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষক ফোরামের সদস্য সচিব কামরুল আহসান বলেন, আমরা তাদের সঙ্গে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি এবং সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন বাতিলের দাবি নিয়ে আলোচনা করছি। সংবাদ সম্মেলনে আচার্যের আদেশ অমান্যকারী অবাঞ্ছিত উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করার কথা জানানো হয়। তবে এ ধর্মঘটে ক্লাস পরীক্ষা এবং পরিবহন আওতামুক্ত রাখা হবে বলে জানান অধ্যাপক কামরুল আহসান। তিনি বলেন, বৃহস্পতিবার (আজ) থেকে ধর্মঘট পালন এবং প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করবেন শিক্ষকরা। রাত ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য অবরুদ্ধ রয়েছেন।
অন্যদিকে গতকাল থেকে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন ছুটিতে যাওয়ায় উপ-উপাচার্য এম এ মতিন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও উপাচার্যকে পাওয়া যায়নি। পরে উপাচার্যের একান্ত সচিব সানোয়ার হোসেন জানান, উপাচার্য অসুস্থ হওয়ায় কয়েক দিনের ছুটি নিয়ে পিজি হাসপাতালের ৬১১ নম্বর কক্ষে ভর্তি রয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।