আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু

প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা গতকাল শুরু হয়েছে। আজ বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিনে রাজধানীর টিঅ্যান্ডটি স্কুল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী এ সময় বলেন, পরীক্ষার সময় হরতাল দেওয়া কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ নয়। তাই প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময় হরতাল বা এ ধরনের রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

উপস্থিত অভিভাবকরা সাংবাদিকদের জানান, ঘন ঘন হরতাল কর্মসূচির কারণে জেএসসি, জেডিসি পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে পড়েছে। হরতালের কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ৩২টি বিষয়ের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। পিএসসি ও ইবতেদায়ি পরীক্ষা আগামী ২৮ নভেম্বর শেষ হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.