আমাদের কথা খুঁজে নিন

   

আরও পেছালেন সিদ্দিকুর

সিদ্দিকুর রহমান ঝলকটা দেখিয়েছিলেন প্রথম দিনই। পর পর দুই দিন অবনমন। কালকের দিনটি ছিল সিদ্দিকুরের জন্য সবচেয়ে বাজে। পারের চেয়ে ছয় শট বেশি খেলেছেন তিনি। এ কারণে আগের দিনের ৪৯তম অবস্থান থেকে সিদ্দিকুর এখন ৫৮তম অবস্থানে। কাল রয়্যাল মেলবোর্ন গলফ একাডেমিতে মাত্র একটি বার্ডি পেয়েছেন তিনি। আর একটি ডাবল বগি ছাড়াও পাঁচটি বগি পেয়েছেন তিনি। সব মিলে ৭১ পারের খেলায় গতকাল তিনি খেলেছেন ৭৭ শট। তিন রাউন্ড মিলেন পারের চেয়ে মোট ১২ শট বেশি খেলেছেন সিদ্দিকুর। কাল ভালো করতে পারেননি ডেনমার্কের থমাস বোর্ন। তাই শীর্ষস্থানও হারিয়েছেন তিনি। কাল পারের চেয়ে পাঁচ শট কম খেলে শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার জেসন ডে। তিন রাউন্ড মিলে পারের চেয়ে মোট ৯ শট কম খেলেছেন তিনি। তার চেয়ে এক শট বেশি খেলেছেন বোর্ন। আর আগের দিন দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের কেভিন স্ট্রিলম্যান নেমে গেছেন তৃতীয় স্থানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.