আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যুৎ আসছে নেপাল ভুটান থেকে

ভারতের পর এবার নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনতে যাচ্ছে বাংলাদেশ। আর এর মাধ্যমে আন্তঃদেশীয় বিদ্যুৎ বাণিজ্যে প্রায় ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কিনবে সরকার। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমানে দেশের বিদ্যুতের উৎপাদন বাড়াতে এবং ভারসাম্যপূর্ণ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন ধরনের বিদ্যুৎ আমদানির ওপর জোর দেওয়া প্রয়োজন। তবে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাওয়ার আগে আমদানিকৃত বিদ্যুতের মূল্য উৎপাদিত বিদ্যুতের ব্যয়ের সঙ্গে যেন সামঞ্জস্যপূর্ণ থাকে সে বিষয়ে নিশ্চিত হতে হবে।

এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে জানা যায়, বাংলাদেশ আগামী ৫ থেকে ১০ বছরে নেপাল থেকে ১০ হাজার এবং ভুটান থেকে ২-৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ী মূল্যে পেতে পারে। এ ব্যাপারে এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ জানান, ভারত নীতিগতভাবে ক্রস বর্ডার ট্রেডের মাধ্যমে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির ব্যাপারে সম্মত হয়েছে। যদিও এ ব্যাপারে আইনগত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। যেহেতু নেপাল ও ভুটান আমাদের খুব কাছে। কিন্তু মাঝে ভারতের অবস্থান তাই আমরা ক্রস বর্ডার ট্রেডের মাধ্যমে এ উদ্যোগ নিয়েছি। এদিকে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জানান, সরকার ভারত থেকে বিদ্যুৎ কিনেছে। তারই পরিধি বাড়িয়ে এবার ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সরকার নেপাল ও ভুটান থেকেও বিদ্যুৎ ক্রয় করতে ইচ্ছুক। তিনি জানান, চলতি মাসেই নেপাল ও ভুটানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হতে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার চুক্তি করেছে। যার মধ্যে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ গত মাস থেকে জাতীয় গ্রিডে আসা শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, আমদানিকৃত বিদ্যুতের মূল্য উৎপাদিত বিদ্যুতের ব্যয়ের সঙ্গে যেন সামঞ্জস্যপূর্ণ থাকে। একই সঙ্গে এর কৌশলগত বিষয়গুলোও বিবেচনায় রেখে সরকারের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদনে যাওয়া উচিত।

জানা গেছে, ভুটান ও নেপাল উভয় দেশের জল বিদ্যুৎকেন্দ্রের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ ক্রয়ের জন্য ভারতের সঙ্গে ক্রস বর্ডার ট্রান্সমিশন লাইন তৈরি করতে চেয়েছে। কিন্তু সঞ্চালন গ্রিড তৈরির ব্যাপারে দিলি্ল থেকে এখনো অনুমতি পাওয়া যায়নি। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, আগামী ১৩ নভেম্বর সাব রিজিওনাল সহায়তায় ভারতের মধ্য দিয়ে সরকার নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে যাচ্ছে। এতে নেপাল ও ভুটানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.