আমাদের কথা খুঁজে নিন

   

৩৪ বছর পর মাকে খুঁজে পেল সন্তান

পঞ্চগড়ে ৩৪ বছর পর দেখা হলো মা ও ছেলের। অলৌকিকভাবে শুক্রবার পঞ্চগড় শহরে মা রেখা পাগলি ও ছেলে দুলালের মধ্যে দেখা হলে আনন্দ- কান্নায় ভেঙে পড়েন দুজনে। জানা যায়, ১৯৮১ সালে স্বামী মারা গেলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন রেখা (৭৫)। পরিবারের পক্ষ থেকে প্রায় পাঁচ বছর খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে একসময় তাকে মৃত ভেবে নেয় পরিবার। এদিকে পঞ্চগড় শহরের ব্যবসায়ী রহমান জানান, রেখা পাগলি পঞ্চগড় এলে ব্যবসায়ী খোরশেদ তাকে আশ্রয় দেন। সেই থেকে রেখা পাগলি পঞ্চগড়ে। রাজশাহীর দুর্গাপুর থেকে পান ব্যবসায়ী কাশেম আলী ব্যবসার কাজে প্রায়ই পঞ্চগড়ে যাওয়া-আসা করেন। তার মাধ্যমেই রেখা পাগলির বাড়িতে খবর দেওয়ার উদ্যোগ নেন। খবর পেয়ে দুর্গাপুর থেকে তার ছেলে দুলাল ও জামাই বাবুল শুক্রবার ব্যবসায়ী রহমানের দোকানে এসে মাকে পেয়ে মা-ছেলে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ছেলে দুলাল জানান, তারা দুই ভাই দুই বোন। বড় ভাই মারা গেছেন। তার মেয়ের বিয়ে হয়েছে। তার নাতিও হয়েছে। এতদিন পর মাকে পাবো বলে ধারণা করতে পারিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.