আমাদের কথা খুঁজে নিন

   

পেটের জ্বালায় আইন মানছেন না জেলেরা

চলতি মার্চ-এপ্রিলে মঘনায় ইলিশের অভয়াশ্রম এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। একদিকে পরিবার নিয়ে বাঁচার তাগিদে ও পেটের জ্বালায় আইন অমান্য করে মাছ ধরছেন লক্ষ্মীপুরের জেলেরা। অন্যদিকে সরকারি আইন বাস্তবায়নে কঠোর অবস্থানে কোস্টগার্ড, মৎস্য বিভাগসহ প্রশাসনের কর্মকর্তারা। জেলা মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, জাটকা সংরক্ষণে ইলিশের অভয়াশ্রম এলাকা হিসেবে মার্চ ও এপ্রিল মাসে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার মেঘনার নিম্ন অববাহিকায় মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ জন্য সরকারের পক্ষ থেকে জেলেদের পুনর্বাসনের লক্ষ্যে গবাদিপশু, চাল ও নগদ টাকা দেওয়া হচ্ছে। জেলা মৎস্য অফিসের সহকারি পরিচালক জানান, জেলায় তালিকাভুক্ত প্রায় ১৮ হাজার জেলেকে পুনর্বাসনে সহযোগিতা করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.