আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে ১২ সাংবাদিক গোয়েন্দা নজরদারিতে

জামায়াত-শিবিরের বিভিন্ন কর্মসূচির সংবাদ অতিরঞ্জিত করে গণমাধ্যমে পাঠানোর অভিযোগে রংপুরে কর্মরত বেসরকারি টেলিভিশন ও সংবাদপত্রের ১২ সাংবাদিককে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের অভিযোগ, রংপুরে জামায়াত-শিবির প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারে না। অথচ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের সাংবাদিক দলটির বিভিন্ন কর্মসূচি বিশেষ করে হরতাল এবং অবরোধ কর্মসূচি পালনের সচিত্র সংবাদ অতিরঞ্জিত করে পাঠাচ্ছেন। সরকারের চারটি গোয়েন্দা সংস্থা এবং র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, জামায়াত-শিবির কখন কর্মসূচি পালন করবে সেটা অন্য সাংবাদিকরা না জানলেও ওই ১২ সাংবাদিক আগাম জেনে যান। বিশেষ করে হরতালের সময় কখন কোথায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন দেওয়া এবং মিছিল করা হবে ঠিক তার কয়েক মিনিট আগেই এই সাংবাদিক ও তাদের ফটোসাংবাদিকরা সেখানে হাজির হয়ে যান। ছবি তোলার পর কয়েক মিনিটের মধ্যেই গণমাধ্যমে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর সে খবর পরিবেশন হয়। দুই একটি টেলিভিশন চ্যানেল আবার দলটির কর্মসূচি সরাসরি সম্প্রচার করে থাকে। জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, রংপুর নগরী ও আশপাশের বিভিন্ন পয়েন্টে ডিএসবির সদস্য ছাড়াও অন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। হরতাল এবং অবরোধের সময় তাদের তৎপরতা আরও বাড়ানো হয়। তারা কিছুই বলতে পারে না। অথচ তাদের এলাকায় জামায়াত-শিবির ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন দিচ্ছে, মিছিল করছে বলে কয়েকটি টেলিভিশনে ছবিসহ প্রচার করা হয়। পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, পুলিশসহ চারটি গোয়েন্দা সংস্থার সদস্য এবং টহল পুলিশ সদস্যরা জামায়াত-শিবিরের কার্যক্রম সম্পর্কে কিছুই জানে না। অথচ ১২ জন সাংবাদিক তা আগাম জানতে পারেন। অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছি এই সাংবাদিকরা টাকার বিনিময়ে ঘটনা সৃষ্টি করে তা অতিরঞ্জিত করে সংবাদ পাঠাচ্ছে। এই সাংবাদিকদের গতিবিধির ওপর তীক্ষ্ন দৃষ্টি রাখা হয়েছে এবং হাতেনাতে ধরার চেষ্টা চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.