জামালপুরের সরিষাবাড়ীতে ব্যবসায়ীর কাছ থেকে জোর করে দলিলে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সরিষাবাড়ী থানার ওসি, আওয়ামী লীগ কর্মীসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ব্যবসায়ী জাহিদ হোসেন সবুজ গতকাল জেলা আমলি আদালতে মামলাটি করেন। মামলার পর পুলিশ সুপারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক সুলতান মাহমুদ। আসামিরা হলেন ওসি কামরুল আহসান, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম, আওয়ামী লীগের সদস্য মুকুল, উপজেলা যুবলীগ সভাপতি মন্টু লাল, সাধারণ সম্পাদক কালা চাঁন, সরিষাবাড়ী এসআই রুকনুজ্জামান ও দলিল লেখক শাহা আলী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।