অধিকাংশ ধর্মভিত্তিক রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নিচ্ছে। গত এক সপ্তাহে ধর্মভিত্তিক অন্তত পাঁচটি দলের সঙ্গে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। বিশেষ করে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে থাকা ধর্মভিত্তিক কয়েকটি দলকে নির্বাচনে নিতে সরকারের পক্ষ থেকে জোর তৎপরতা চালানো হচ্ছে। এ ছাড়া জোট-মহাজোটের বাইরে থাকা দলগুলোও নির্বাচনে অংশ নিচ্ছে। ফলে অধিকাংশ ধর্মভিত্তিক রাজনৈতিক দলই শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪১টি রাজনৈতিক দলের মধ্যে ১১টি ধর্মভিত্তিক দল।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে জানান, বর্তমান সরকারের অধীনেই তারা নির্বাচনে অংশ নেবেন। এ লক্ষ্যে গতকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছেন। প্রথম দিনে ৪৫টি ফরম বিক্রি হয়েছে। দলের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী চট্টগ্রাম-২, মহাসচিব লায়ন এম এ আউয়াল লক্ষ্মীপুর-১, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুল বশর আল-হাচানী ঢাকা-১৪ আসনের মনোনয়ন নিয়েছেন। তিনি জানান, বিএনপি নির্বাচনে না এলেও তারা নির্বাচনে অংশ নেবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর বাংলাদেশ প্রতিদিনকে জানান, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আগামী ৭ ডিসেম্বর সংগঠনের শূরায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে কয়েকটি দল নিয়ে গঠিত ন্যাশনাল ইসলামিক অ্যালায়েন্স নির্বাচনের জন্য নয়, ইসলামী নানা দাবি আদায়ের জন্য গঠিত হয়েছে বলে জানান তিনি। জাকের পার্টির প্রেস সেক্রেটারি শামীম হায়দার জানান, নির্বাচনের প্রস্তুতি চলছে। এটি পার্টির রুটিন ওয়ার্ক। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংগঠনের চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সল সিঙ্গাপুর থেকে ফিরলেই। এ ছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নির্বাচনে অংশ নেবে বলে জানা গেছে। এ ছাড়া নিবন্ধিত ইসলামপন্থি অন্য দলগুলোরও নির্বাচনী প্রস্তুতি রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে চায় না। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম জানান, যে কেন অবস্থায় একক নির্বাচন করার প্রস্তুতি রয়েছে তাদের। ইতোমধ্যে ২৭১টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
চরমোনাই পীরের মহাসমাবেশ আজ : ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী মহাসম্মেলন আজ শুরু হচ্ছে বরিশালে। ২৯ নভেম্বর বাদ ফজর আখেরি মোনাজাত হবে। এ মহাসম্মেলন থেকে সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।