আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে দুই ভাইসহ বিভিন্ন স্থানে ৯ খুন

সিলেটে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। বাগেরহাটে স্কুলছাত্রকে শ্বাসরোধে সৎ মা এবং যশোরে যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া কুমিল্লা, বরিশাল ও ফরিদপুরের বোয়ালমারীতে শিক্ষকসহ পাঁচজন খুন হয়েছেন। প্রতিনিধিদের খবরে বিস্তারিত_

সিলেট : জকিগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় অপর দুই চাচাতো ভাই খুন হয়েছেন। উপজেলার নোয়াগ্রামে গতকাল এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের সনজিব আলীর ছেলে মখলিছুর রহমান ও জমির আলীর ছেলে খসরু মিয়া। জকিগঞ্জ থানার ওসি জানান, বাড়ির সীমানা নিয়ে মখলিছুর রহমানদের সঙ্গে চাচাতো ভাই শাহাদত ও আমজাদের বিরোধ ছিল। এনিয়ে সকালে ঝগড়ার একপর্যায়ে শাহাদত ও আমজাদের লোকজন মখলিছুর ও জমির আলীর ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় সিলেটের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাগেরহাট : সদর উপজেলার রহিমাবাদ পশ্চিমপাড়ায় স্কুলছাত্র আশিকুর রহমান রাবি্বকে সৎ মা শ্বাসরোধে হত্যা করে গলায় গামছা পেঁচিয়ে ঘরে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ উঠেছে। সদর থানা পুলিশ গতকাল ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর সৎ মা মারুফা বেগম পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। কুমিল্লা : হোমনা উপজেলায় মনিপুর গ্রামে একই রাতে একজন খুন ও আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার মনিপুর গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান একই গ্রামের নব মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী আবদুল কাদির। অন্যদিকে গতকাল সকালে মনিপুর বিল থেকে পল্লী চিকিৎসক জহিরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। যশোর : ঝিকরগাছায় অজ্ঞাত পরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতের কোনো এক সময় তাকে গুলি করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। বাঁকড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা গতকাল শঙ্করপুর গ্রামের তেরাস্তা থেকে লাশটি উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বরিশাল : হিজলা উপজেলার বদরপুর এলাকায় তালাবদ্ধ ঘর থেকে সিদালী বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সিদালী ওই এলাকার রহিম বঙ্রে স্ত্রী। এদিকে কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বোয়ালমারী : উপজেলার চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুল ইসলাম সোমবার প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় গতকাল পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। আসামি রুহুল শেখকে আটক করেছে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.