সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাটখোলা এলাকায় পুলিশ-র্যাব ও বিজিবির সদস্যদের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে শামসুর রহমান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শামসুর রহমান শিয়ালডাঙা গ্রামের আব্দুল মাজেদের ছেলে। তিনি জামায়াতের কর্মী বলে দাবি করেছে পুলিশ।
এ ব্যাপারে জামায়াতের কোনো নেতার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দিনের ভাষ্য, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা গভীর রাতে অভিযান চালাতে আগড়দাড়ি গ্রামের উদ্দেশে রওনা দেয়। গন্তব্যে পৌঁছার আগেই জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন মসজিদের মাইকে এলাকায় পুলিশ আসার বিষয়টি ঘোষণা দেয়। এই ঘোষণা শুনে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা আবাদেরহাটখোলা এলাকায় জড়ো হয়। যৌথ বাহিনীর গাড়ি লক্ষ করে তারা ককটেল ও ইটপাটকেল ছুঁড়তে থাকে।
এসময় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে সড়কে গাছ ফেলে অবরোধ তৈরি করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। যৌথ বাহিনীর গাড়ি লক্ষ করে ইটপাটকেল ও ককটেল ছোড়ে তারা। আত্মরক্ষার্থে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে যৌথ বাহিনী। এসময় শামসুর রহমার নিহত হয়। তিনি জামায়াতের কর্মী।
ভোর চারটার দিকে ঘটনাস্থল থেকে যৌথবাহিনী ফিরে আসে।
এ ঘটনার পর জামায়াত-শিবির কর্মীরা আওয়ামী লীগ সমর্থক ও সংখ্যালঘুদের ঘরবাড়ি-দোকানপাটে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে গতকাল মঙ্গলবার সারা দেশে সহিংসতায় ১০ জন মারা গেছেন। তাঁদের মধ্যে কুমিল্লায় অবরোধকারীদের পৃথক হামলায় বিজিবির এক সদস্যসহ দুজন মারা গেছেন। সাতক্ষীরায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সেখানে গভীর রাতে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বগুড়ায় সংঘর্ষে বিএনপির এক নেতা এবং সিরাজগঞ্জ ও বরিশালের গৌরনদীতে দুজন পথচারী মারা গেছেন। ফেনীতে গত সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে আহত সিএনজিচালিত অটোরিকশার এক চালক রাতে হাসপাতালে মারা গেছেন। রাজধানীতে গতকাল ককটেল হামলায় আহত বেসরকারি ব্যাংকে কর্মরত এক নারী কর্মচারী আজ বুধবার ভোরে মারা গেছেন।
নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের দিন ধার্য করে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।