আমাদের কথা খুঁজে নিন

   

"বাংলার জমিদার বাড়ী" - পর্ব ৩ (মহেড়া জমিদার বাড়ি)

বোকারা ভাবে তারা চালাক, চালাকরা ভাবে তারা চালাক। আসলে সবাই বোকা। বোকার রাজ্যে আমাদের বসবাস
জমিদার বাড়ি নিয়ে ধারাবাহিক লেখা শুরু করার পর এই বিষয় নিয়ে অল্পবিস্তর ঘাঁটাঘাঁটি করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। উন্নতবিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসেবে সংরক্ষিত হয়, আমাদের দেশে সেইসকল স্থাপনা পড়ে থাকে অবহেলায়, ক্ষয়ে যায় অস্থি-মজ্জা সকল, ঘুণে ধরে বিচূর্ণ হয় ইতিহাসের পাতা। অপূর্ব সকল স্থাপনা আর নির্মাণশৈলী নিয়ে আমাদের বাংলাদেশের আনাচে কানাচেতে পড়ে আছে অসংখ্য জমিদার বাড়ি, রাজবাড়ীসহ আরও কত স্থাপনা।

আর এই সব স্থাপনার কিছু কথা এই বোকা মানুষটার ছেঁড়া খাতায় লিখে রাখার প্রয়াস হল এই “বাংলার জমিদার বাড়ী” সিরিজ। "বাংলার জমিদার বাড়ী" - পর্ব ১ (বালিয়াটি জমিদার বাড়ি) "বাংলার জমিদার বাড়ী" - পর্ব ২ (পাকুটিয়া জমিদার বাড়ি) আজ আমরা চোখ বুলাবো “মহেড়া জমিদার বাড়ী” নিয়ে। টাংগাইল সদর থেকে প্রায় ১৮ মাইল পূর্ব-দক্ষিণে এবং মির্জাপুর উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মহেড়া জমিদার বাড়ি। ঢাকা হতে আপনি যেতে চাইলে আপনাকে মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইলগামী বাসে চেপে নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড নেমে পড়ুন। সেখান থেকে রিকশা বা অটোরিকশা যে কোনটায় চেপে আপনি পৌঁছে যেতে পারবেন মহেড়া জমিদার বাড়ি।

বর্তমানে মহেড়া জমিদার বাড়ি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যাবহৃত হচ্ছে বিধায় আপনাকে রিকশাচালককে বলতে হবে পুলিশ ট্রেনিং সেন্টারের কথা। আপনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে যাওয়ার সময় পথে পুলিশ ট্রেনিং সেন্টারের দিকনির্দেশনা দেখতে পাবেন। নয়নাভিরাম এই জমিদার বাড়ীর নিভৃত অবস্থানের কোমল শীতল নিরবতা আপনাকে মুগ্ধ করবে। তার সাথে যোগ হবে হরেকরকম দেশী-বিদেশী পুস্প সমারোহ আর সুসজ্জিত বাহারি পাতাবাহার দ্বারা পরিবেষ্টিত ফুলের বাগান। আপনার দৃষ্টি কিছু সময়ের জন্য হলেও থেমে যাবে স্পেনের করডোভা নগরীর আদলে প্রতিষ্ঠিত ভবনসমূহের সম্মুখে দাঁড়িয়ে থেকে।

বাগানের চারিধারে দেখতে পাবেন সারি সারি নারিকেল আর সুপারি গাছের সারি। এক হাজার একশত চুয়াত্তর শতাংশ জমি জুড়ে এই মহেড়া জমিদার বাড়ীর ব্যাপ্তি। সুউচ্চ প্রাচীর ঘেরা মহেড়া জমিদার বাড়ীতে আছে তিনটি বৃহদাকার ভবন আর কাছারি বাড়ী। এই স্থাপনা চারটির নাম মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরন লজ। এছাড়া এখানে বিভিন্ন অথিতিশালয়, কর্মচারীদের থাকার কুটির আর প্রার্থনা মন্দির রয়েছে।

মহেড়া জমিদার বাড়ীতে প্রবেশের জন্য দুটি সুরম্য গেট রয়েছে যেগুলো দিয়ে প্রবেশ করে সামনেই পড়বে এক বিশাল দীঘি, নাম – বিশাখা সাগর। দীঘির ওপাশে ভবনগুলো দাঁড়িয়ে আছে, ভবন গুলো আর বিশাখা সাগর এর মাঝখানে রাস্তার পাশে কয়েকটা উঁচু গোল কারুকার্যময় স্তম্ভ। জমিদারদের সুবিশাল কর্মকান্ডের অফিস ব্যবস্থাপনার জন্য গড়ে উঠেছিল নায়েব ভবন, কাছারি ভবন প্রভৃতি স্থাপনা। তিন কক্ষ বিশিষ্ট নায়েব ভবন চমৎকার নির্মাণ শৈলীতে গড়া। তিন কক্ষ বিশিষ্ট কাছারি ভবনের স্থাপত্য শৈলীও প্রাণ জুড়ায়।

অপর গোমস্তা ভবনও সুপ্রাচীন স্থাপত্য শৈলীতে নির্মিত। কালীচরণ লজের সামনে বেশ বড় একটা খোলা মাঠ রয়েছে। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞের মতে ভবনগুলোর নির্মাণ শৈলি রোমান, মোঘল, সিন্দু খেকুদের সাথে মিল রয়েছে। চুন-শূরকী আর ইটের সমন্বয়ে ভবনগুলোর কারুকাজ আপনার মন ছুঁয়ে যাবে নিঃসন্দেহে। ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, কালিচরণ সাহা ও আনন্দ সাহা নামের দুই সহোদর কলকাতা থেকে মহেরা গ্রামে এসে এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেন।

তাদের আদি ব্যাবসা ছিল কলকাতায়, ডালের ব্যাবসা। তারা এখানে আবাস গড়ার পর গরীব গ্রামবাসীর কাছে টাকা দাদন খাটিয়ে বিশাল বিত্ত-বৈভবের মালিক বনে যান। অত্যাচার আর দাদনের সুযোগে তাদের জমি ও বিত্ত-বৈভব দিন দিন বাড়তে থাকে। পরবর্তিতে বৃটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার পুত্ররা করটিয়ার ২৪ পরগনার জমিদারদের নিকট থেকে একটি অংশ বিপুল অর্থের বিনিময়ে ক্রয় করে নেন। শুরু হয় জমিদারী শাসন ও শোষন।

কালীচরণ সাহা ও আনন্দমোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায় ক্রমে জমিদারী পরিচালনা করেন। পরবর্তীতে অবশ্য এসব শাসকগণ এলাকায় বিদ্যালয়, রাস্তা ঘাট, পানির ব্যবস্থা সহ অনেক জনকল্যানমূলক কাজ করেন। বৃটিশ শাসনের শেষের দিকে জমিদার শাসন বাতিল হয় এবং পরবর্তিতে ১৯৪৭ সালে দেশ বিভগের পর জমিদারদের অধিকাংশই ভারতে চলে যান। অবশিষ্ট যারা ছিলেন তারাও ১৯৭১ সালে স্বধীনতা যুদ্ধের সময় থেকে হানাদার বাহিনীর নির্মম শিকার হয়ে মৃত্যুবরণ করেন। স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত এই অপরুপ নির্মাণ শৈলি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তৎকালীন রাষ্টপতি বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মান্নান পুলিশ ট্রেনিং সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বর্তমানে ভবনগুলো সংস্কার করা হয়েছে। ভবনগুলোর সৌন্দর্য রক্ষায় প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে এই স্থাপনাগুলোকে অতিসত্ত্বর হস্তান্তর করা জরুরী। মনোরম পরিবেশের ঐতিহ্যবাহী এ জমিদার বাড়িকে কেন্দ্র করে পর্যটক আকৃষ্ট করতে নেই তেমন কোনো প্রচারণা। মহেড়া জমিদার বাড়ির কথা অনেকে জানেন না।

অথচ ঢাকার খুব কাছে সুন্দর একটা স্থাপনা। জায়গাটা বেড়ানো কিংবা পিকনিকের জন্য একটা চমৎকার স্থান। পরিবারের সদস্যদের নিয়ে এখানে বেড়াতে যেতে পারেন, কাটিয়ে আসতে পারেন কিছুটা সময় ইতিহাসের ভেলায়, সাথে পাশে পাবেন প্রকৃতির নির্মল ছোঁয়া। এই জমিদার বাড়ী নিয়ে সিনিয়র ব্লগার জোবায়ের ভাইয়ের একটি লেখা দেখলাম, আপনারাও লেখাটি দেখতে পারেনঃ মহেড়া জমিদার বাড়ী info courtesy: দৈনিক ডেসটিনি টাঙ্গাইল জেলা প্রশাসন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.