আমাদের কথা খুঁজে নিন

   

৭ টাকার সার্ভিস বুক ৫০০

৭ টাকার সার্ভিস বুকের দাম ৫০০ টাকা করে নিচ্ছেন এক শিক্ষা কর্মকর্তা। শিক্ষকদের কাছ থেকে সার্ভিস বুক খোলার নামে এ দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই শিক্ষা কর্মকর্তার নাম আবদুল হাই। তিনি দায়িত্ব পালন করছেন হালুয়াঘাট উপজেলায়।

জানা যায়, স্থানীয় রেজিস্টার্ড (বর্তমানে সরকারি) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে সার্ভিস বুক খোলার জন্য ৭ টাকার বদলে জনপ্রতি ৫০০ টাকা করে প্রায় এক লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন আবদুল হাই। অভিযোগ রয়েছে, স্থানীয় অফিস সহকারী মিরাজ আলী ও গুটিকয়েক শিক্ষকের মাধ্যমে তিনি এ টাকা আদায় করেন। এ ছাড়া উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কোনো পুরস্কার না দিয়ে অর্থ আত্দসাতেরও অভিযাগ উঠেছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, চলতি বছরের মার্চে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে বদলি হয়ে হালুয়াঘাটে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবদুল হাই। আগের কর্মস্থলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনি প্রহৃত হন এবং তার বিরুদ্ধে উচ্চপর্যায়ে অভিযোগও করা হয়। তবে শিক্ষা কর্মকর্তা অভিযোগের কথা অস্বীকার করে জানান, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র, এর কোনো ভিত্তি নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.