তিন শতাধিক সিনিয়রকে ডিঙিয়ে রাজনৈতিক বিবেচনায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা ডা. কামরুল ইসলাম সেলিম। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। পদমর্যাদায় অনেক চিকিৎসকের জুনিয়র হয়েও বারবার তাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে স্বাচিপ নেতা ডা. কামরুল ইসলাম সেলিমকে একই প্রতিষ্ঠানে পরপর ৪ বার পদোন্নতি দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ছয় বছর আগে ডা. কামরুল ইসলাম সেলিম বরিশাল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ছিলেন। ২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর আলাদিনের চেরাগ পান তিনি। পদোন্নতিযোগ্য ৩ শতাধিক চিকিৎসককে ডিঙিয়ে ২০০৯ সালের জুন মাসে শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) পদে পদোন্নতি পান। এরপর ২০১১ সালে সহকারী পরিচালক (প্রশাসন), ২০১২ সালের ডিসেম্বরে উপ-পরিচালক পদে পদোন্নতি পান তিনি। অবশেষে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে বরিশাল শেবাচিম হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পেলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।