আমাদের কথা খুঁজে নিন

   

টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ নিরাপত্তা

আসন্ন টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেন, এশিয়া কাপ ক্রিকেট ও টি-২০ বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আসা খেলোয়াড় ও দর্শক-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি। সকাল ১০টায় আসন্ন এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ উপলক্ষে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া পরিদর্শনে এসে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশে ক্রিকেটের হোম সিরিজ আয়োজন সত্যিকার অর্থেই চ্যালেঞ্জিং। ২০১১ সালে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। এবার ক্রিকেট এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের পুরো আয়োজনে থাকছে বাংলাদেশ। যা দেশের জন্য খুবই সম্মানের বিষয়। তিনি বলেন, এই বিশাল আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করাই হবে ডিএমপি'র মূল চ্যালেঞ্জ। কারণ হিসেবে তিনি বলেন, এবার ছেলেদের পাশাপাশি মেয়েদেরও টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে বাংলাদেশ। তিনি বলেন, অতীতে আমরা বিশ্বকাপ আয়োজন করেছি। সেসব অভিজ্ঞতার আলোকে আমরা খেলাকেন্দ্রিক সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। এ জন্য আমরা ল' এনফোর্সমেন্ট এজেন্সি এবং গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি আনর্্তজাতিক গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেব। এছাড়াও বিশ্বকাপের সঙ্গে যারা জড়িত এবং দেশি-বিদেশি দর্শক সমর্থকদের কাছ থেকে আমরা সহযোগিতা প্রত্যাশা করছি। তিনি জানান, খেলা দেখতে বিভিন্ন দেশ থেকে প্রচুর সংখ্যক দর্শক বাংলাদেশে আসবে। তারা বিভিন্ন হোটেলে উঠবেন। তাদের সবার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.