আমাদের কথা খুঁজে নিন

   

নিজের মাকে যারা স্বার্থের জন্য ব্যবহার করে তারা আমার সন্তান হতে পারেনা।



যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় এক ধর্মযাজক কথা প্রসঙ্গে আব্রাহাম লিংকনকে বলেছিলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আসুন, আমরা বিশ্বাস রাখি এবং প্রার্থনা করি যে এই দুঃসময়ে মহান ঈশ্বর আমাদের পক্ষে থাকবেন। ’ প্রতি-উত্তরে লিংকন একটু ভেবে নিয়ে হাসতে হাসতে বললেন, ‘আপনি যাই বলুন না কেন, ঈশ্বর নিয়ে আমি মোটেও চিন্তিত নই। কারণ আমি একথা জানি যে ঈশ্বর সব সময় ন্যায় ও সত্যের পক্ষেই থাকেন। এর চেয়ে বরং আসুন, আমরা সবাই প্রার্থনা করি, এই জাতিটা যেন সব সময় ঈশ্বরের পক্ষে থাকতে পারে। ’ রাজনৈতিক অরাজকতায় বর্তমান বাংলাদেশর পেক্ষাপট খুবই ভয়ানক।

যদি এ দেশের ২টা চোক্ষ থাকতো তাহলে হয়তো আজ চোক্ষের পানিতে সুনামি বয়ে যেত। বাংলাদেশর আর্তনাধ: সারা দেশটাকে অশান্তির আঁখড়া বানিয়ে রেখেছ তোমরা। আমার স্বাধীনতাকে ধ্বংস করেছো তোমরা। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছো। বড় কষ্ট হয় আমার।

প্রতিটি মৃত্যুর সাথেই ঘিরে থাকে বহু মায়ের কান্না, ক্ষমতার বড় লোভ তোমাদের। আমার বুকের উপর প্রতিদিন আগুন লাগাও তোমরা, প্রতিদিন আমার বুকে অপঘাতে মানুষ মরে পরে থাকে। মায়ের সবুজ আচল আজ রক্তের লালে রাঙানো। এই তোমাদের ভালবাসার নমুনা? ? এমন কুলাঙ্গার সন্তান আমি চাইনা, তাদের ভালবাসাও না। আমাকে তোমরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যাবহার করো......... ''নিজের মাকে যারা স্বার্থের জন্য ব্যবহার করে তারা আমার সন্তান হতে পারেনা''


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.