শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুরে বিদ্যুতের লাইনম্যানদের গাফিলতিতে বিদ্যুতায়িত হয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার ওহাব দেওয়ান পাড়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। লাইনম্যানদের আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ওহাব দেওয়ান পাড়ার জহুরুল হক মুন্সীর বাড়িতে দুপুরে গাছ কাটার সময় বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়। পল্লীবিদ্যুৎ গোসাইরহাট অফিসের লাইনম্যান পারভেজ ও আজহার বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগে ১৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা দেওয়ার পর লাইন বন্ধ রাখার আশ্বাস দিয়ে ডালপালা সরানোর অনুমতি দেন তারা। ডাল সরানো শুরুর কয়েক মিনিটের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন শুরু হলে তারের পাশে থাকা লোকজন ছিটকে পড়ে গুরুতর আহত হন বিল্লাল, সম্রাট, আলম ও জয়নাল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন। শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম মতিয়ার রহমান জানান, অনুমতি না নিয়ে গাছ কাটার কারণে ডাল পড়ে বিদ্যুৎ লাইন ছিঁড়ে বিল্লালের মৃত্যু হতে পারে। লাইন বন্ধের পর চালুর বিষয়টি সঠিক নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।