আমাদের কথা খুঁজে নিন

   

দুই হত্যা মামলা, গুলিবিদ্ধ একজন শঙ্কাজনক

ঝিনাইদহে দুই আওয়ামী লীগ কর্মী আরিফ হোসেন ও শাহ আলম নিহত এবং ১০ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গতকাল বিকালে নিহতের পরিবার আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ফুরসন্দি ইউপি চেয়ারম্যান শহীদ শিকদারকে প্রধান আসামি করে সদর থানায় দুটি হত্যা মামলা করেছে। গুলিবিদ্ধদের মধ্যে বর্তমানে মোজাম্মেলের অবস্থা আশঙ্কাজনক। তাকে মাগুরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে আওয়ামী লীগ নেতা জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আবদুল মালেক অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদ শিকদারের হুকুমে তার ৬টি লাইসেন্সসহ একাধিক অবৈধ অস্ত্র দিয়ে তার ক্যাডার বাহিনী নির্বিচারে তার সমর্থকদের ওপর গুলি চালায়। এতে তার দুই কর্মী নিহত হন। ৬টি বৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করে ইউপি চেয়ারম্যান শহীদ শিকদার জানান, তার বাহিনীর লোকেরা এ ঘটনা ঘটায়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলোপাতাড়ি গুলি ছুড়লে মালেক সমর্থকরা নিহত ও গুলিবিদ্ধের ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, পুলিশ এ ঘটনা ঘটায়নি বরং সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে দুই পুলিশ সদস্য আহত হন। তবে পুলিশ প্রকৃত অপরাধী শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.